মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 9, 2025 10:24 AM

printer

মার্কিন ধর্মযাজকরবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম আমেরিকান পন্টিফ হিসেবেনতুন পোপ নির্বাচিত হয়েছেন।

মার্কিন ধর্মযাজকরবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম আমেরিকান পন্টিফ হিসেবেনতুন পোপ নির্বাচিত হয়েছেন। তিনি পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করবেন। শিকাগোতে জন্মগ্রহণকরা ৬৯ বছর বয়সী প্রিভোস্টঅগাস্টিনিয়ান ধর্মসংঘের সদস্য হিসাবে পেরুতে মানুষেরসেবায় নিয়োজিত থেকেছেন। ২০২৩ সালে পোপ ফ্রান্সিস তাকে ডিকাস্টেরি ফরবিশপসের প্রিফেক্ট এবং পন্টিফিকাল কমিশন ফর ল্যাটিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নিয়োগকরেন।ভ্যাটিকানেরবারান্দা থেকে সমবেত জনতার উদ্দেশেবক্তৃতা দিয়ে রোমান ক্যাথলিক চার্চের নতুন প্রধান, সকলের জন্য শান্তি কামনা করেছেন।