মার্কিন ধনকুবের এলোন মাস্ক নতুন একটি রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করেছেন। এই দলটির নাম হবে আমেরিকা পার্টি। এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়ে মাস্ক বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের দু দলীয় গণতন্ত্র দুর্নীতি ও পরিণামহীন সরকারি খরচ ঠেকাতে ব্যর্থ। ডেমোক্রাট ও রিপাবলিকদের নিয়ে এই দু দলীয় ব্যবস্থা গণতন্ত্রের বদলে ব্যক্তিস্বার্থের রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Site Admin | July 6, 2025 2:02 PM
মার্কিন ধনকুবের এলোন মাস্ক নতুন একটি রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করেছেন।
