মার্কিন চেম্বার অব কমার্স রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের H1-B ভিসার আবেদনের ফী ১ লক্ষ ডলার ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বনিক এই সংগঠনটি জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের বিরুপ প্রভাব পড়বে নিয়োগকারী, কর্মী এবং তাদের পরিবারের উপর। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনার পথ তারা খোলা রেখেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেখে নতুন এইচ ওয়ান বি ভিসা নীতি নিয়ে গতকাল একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, প্রযুক্তি ক্ষেত্রর এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এক লক্ষ ডলার ফি আদায় করা হবে শুধুমাত্র নতুন আবেদনকারীদের থেকে। তা-ও সেই ফি হবে এককালীন।