মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 17, 2025 1:16 PM

printer

মার্কিন চেম্বার অফ কমার্স অত্যন্ত দক্ষ বিদেশী কর্মীদের জন্য নতুন H-1B ভিসার উপর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এক লক্ষ ডলার ফি ধার্য করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করেছে

মার্কিন চেম্বার অফ কমার্স অত্যন্ত দক্ষ বিদেশী কর্মীদের জন্য নতুন H-1B ভিসার উপর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এক লক্ষ ডলার ফি ধার্য করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করেছে। চেম্বার জানিয়েছে যে এই অর্থ H-1B প্রোগ্রামের উপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলিকে তাদের শ্রম খরচ প্রচুর বৃদ্ধি করবে অথবা কম দক্ষ কর্মী নিয়োগ করতে বাধ্য করবে । H-1B কর্মীদের নিয়োগকর্তারা বর্তমানে সাধারণত ২,000 থেকে ৫,000 ডলারের মধ্যে ফি দিয়ে থাকেন, এ ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।