মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ান বিশ্বের এক নম্বর আরিয়ানা সাবালেঙ্কা এবারও তার খেতাব ধরে রেখেছেন। গতরাতে ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-৩, ৭-৫-এ স্ট্রেট সেটে হারিয়ে তার চতুর্থ গ্র্যান্ডস্লাম খেতাব জয় করেন।
পুরুষদের ডাবলসে স্পেনের মার্সেল গ্র্যানোলাস এবং আর্জেন্টিনার হোরাসিও জেবালোস জুটি চ্যাম্পিয়ান হয়েছেন। ফাইনালে তারা গতকাল ব্রিটিশ জুটি জো সেলিসবোরি এবং নীল স্কুপস্কি-কে ৩-৬, ৭-৬, ৭-৫ সেটে পরাজিত করেন।
এদিকে, পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে শীর্ষ বাছাই ইটালির জানিক সিনার টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন।