মায়ানমারে, গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮৮৬ ছাড়িয়েছে, আহত সাড়ে চার হাজারের বেশি এবং ৩৭৩ জন নিখোঁজ রয়েছেন বলে খবর। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভূমিকম্পের পাঁচ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে রাষ্ট্রসংঘ, বিদ্রোহীদের হিংসা বন্ধ করার আহ্বান জানিয়েছে। যদিও বিপর্যয় ও আংশিক যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও বেশ কিছু হামলা চলেছে বলে খবর পাওয়া গেছে।
দীর্ঘদিন ধরেই হিংসাদির্ণ মায়ানমারে প্রায় ৩০ লক্ষ মানুষ গৃহহারা হয়েছেন বলে রাষ্ট্র সংঘ জানিয়েছে।