মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 15, 2025 6:56 PM

printer

মাধ্যমিক, শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA এর পক্ষ থেকে কমিশনার ও স্কুল এডুকেশন দপ্তর, স্টেট প্রজেক্ট ডিরেক্টর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন এর দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের TET বাধ্যতামূলক করার রায়ের বিরুদ্ধে অবিলম্বে রাজ্য সরকারকে রিভিউ পিটিশন দাখিল করা, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে ROPA ২০০৯ এর বকেয়া DA প্রদান করা, মাদ্রাসা শিক্ষক-শিক্ষা কর্মীদের জন্য স্কুল শিক্ষা দপ্তরের মত উৎসশ্রীর মাধ্যমে জেনারেল ট্রান্সফার চালু করা, মাদ্রাসা গুলিতে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত অবৈধ শিক্ষকদের চাকরি বাতিল করে নিয়োগে স্বচ্ছতা আনা, পার্শ্ব শিক্ষকদের জন্য নূন্যতম মাসিক বেতন ৪০ হাজার টাকার পাশাপাশি জয়েনিং এর ডেট থেকে EPF, CCL এবং PATERNITY LEAVE চালুর দাবিতে আজ মাধ্যমিক, শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA এর পক্ষ থেকে আজ কমিশনার ও স্কুল এডুকেশন দপ্তর, স্টেট প্রজেক্ট ডিরেক্টর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন এর দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। সমিতির সম্পাদক নীলকান্ত ঘোষ, সভাপতি গৌতম কুমার মোহন্তি সহ সমিতির নেতৃবৃন্দ এই কর্মসুচিতে যোগদান করেন। শিক্ষক শিক্ষাকর্মী আজকের ডেপুটেশনে অংশগ্রহণ করার পাশাপাশি করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।