January 6, 2026 3:37 PM

printer

মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই ডিভিশন বেঞ্চ থিরুপপারানকুন্ড্রম পাহাড়ে প্রদীপ প্রজ্জ্বলন নিয়ে সিংগেল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে

মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই ডিভিশন বেঞ্চ থিরুপপারানকুন্ড্রম পাহাড়ে প্রদীপ প্রজ্জ্বলন নিয়ে সিংগেল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে। বিচারপতি জি জয়াচন্দ্রণ এবং বিচারপতি কে কে রামকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ তাঁদের রায়ে বলেছেন, দীপাথুনের প্রস্তর স্তম্ভটি ভগবান সুব্রামানিয়া স্বামী মন্দিরেই অবস্থিত। বেঞ্চ বলেছে, এই স্থানে প্রদীপ জ্বালানো যেতে পারে। তবে কতজন সেখানে উপস্থিত থাকবেন , ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ,  এ এস আই-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে তা নির্ধারন করতে হবে।

উল্লেখ্য, ২০২৫-এর ডিসেম্বর মাসে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাইয়ের এক বিচারপতির বেঞ্চ ওই পাহাড়ে প্রদীপ প্রজ্জ্বলনের অনুমতি দিয়েছিল। তবে তামিলনাড়ু সরকার এবং অন্যান্যরা এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের কাছে আবেদন জানিয়েছিল।