মাদাগাস্কারে, সরকারবিরোধী জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর একাংশ যোগ দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। রাষ্ট্রপতি আন্দ্রে রাজোয়েলিনার শাসনের বিরুদ্ধে রাজধানী আন্তানানারিভোতে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীদের ওপর পুলিশের গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছোঁড়ার পর বেশ কিছু সেনা আদেশ অমান্য করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে। জল এবং বিদ্যুতের দাবীতে জেন জি আন্দোলনকারীরা গতকাল রাজধানীর ১৩ মে স্কোয়ারে প্রথমবারের মতো জমায়েত হয়।
রাষ্ট্রসংঘ জানিয়েছে বিক্ষোভে কমপক্ষে ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে।