December 17, 2025 9:28 AM

printer

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচার রোধে ভারত ২৭টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি এবং ১৯টি দেশের সঙ্গে সমঝোতা স্মারকপত্র – মৌ স্বাক্ষর করেছে।

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচার রোধে ভারত ২৭টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি এবং ১৯টি দেশের সঙ্গে সমঝোতা স্মারকপত্র – মৌ স্বাক্ষর করেছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, সরকার মাদক পাচার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো – এন সি বি, আন্তঃদেশীয় মাদক চোরাচালান রোধে প্রয়োজনীয় তথ্য আদানপ্রদানের জন্য ব্রিকস, আসিয়ান, বিমস্টেক এবং এস সি ও-র মতো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।