মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড, গতকাল মুম্বাইতে ভারতীয় ও ব্রাজিলীয় নৌবাহিনীর সঙ্গে সমঝোতা স্মারকপত্র(MoU) স্বাক্ষর করার কথা ঘোষণা করেছে। “স্করপেনে” ডুবোজাহাজ এবং অন্যান্য সামরিক ও অসামরিক জাহাজ রক্ষণাবেক্ষণের কাজে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির জন্যই এই চুক্তি। ত্রিপাক্ষিক এই “মৌ” গত ৯ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছে। উপস্থিত ছিলেন, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি, ব্রাজিলীয় নৌবাহিনীর প্রতিনিধি ও মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান ও মহা নির্দেশক ক্যাপ্টেন জগমোহন।
Site Admin | December 11, 2025 12:16 PM
মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড, গতকাল মুম্বাইতে ভারতীয় ও ব্রাজিলীয় নৌবাহিনীর সঙ্গে সমঝোতা স্মারকপত্র(MoU) স্বাক্ষর করার কথা ঘোষণা করেছে।