মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 16, 2025 10:04 PM

printer

মাছের উৎপাদন ও এই খাতে সরকারের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার পাঁচ একরের বেশি আয়তনের খাস জলাভূমি অনলাইন নিলামের মাধ্যমে লিজ দেবে।

মাছের উৎপাদন ও এই খাতে সরকারের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার পাঁচ একরের বেশি আয়তনের খাস জলাভূমি অনলাইন নিলামের মাধ্যমে লিজ দেবে। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভা এই সংক্রান্ত বিধি সংশোধনের অনুমোদন দিয়েছে। এতদিন বড় জলাভূমি লিজ দেওয়া হতো অফলাইনে দরপত্র ডাকার মাধ্যমে। এবার অনলাইন প্রক্রিয়া যুক্ত করা হচ্ছে। যার জন্য মৎস্য দফতর একটি পৃথক পোর্টাল তৈরি করবে। সংশোধনীর ফলে জেলাশাসকের নেতৃত্বাধীন কমিটিতে ভূমি ও মৎস্য দফতরের আধিকারিকদের পাশাপাশি ক্ষুদ্র সেচ দফতরের আধিকারিকও যুক্ত হবেন। সেচ খালগুলিকেও মাছ চাষে কাজে লাগাতে এই উদ্যোগ।