মহিলাদের প্রিমিয়ার লিগ (WPL) ক্রিকেটের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতকাল মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে।
নবি মুম্বইয়ের ডক্টর ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে বেঙ্গালুরু টসে জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেটে ১৫৪ রান করে। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৫৭ রান করে জয় তুলে নেয়। নাদিন ডি ক্লার্ক ব্যাট হাতে ৪৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন।
আজ WPL-এ দুটি ম্যাচ রয়েছে। দুপুর তিনটেয় প্রথম ম্যাচে ইউ পি ওয়ারিয়র্স, গুজরাট জায়ান্টস এর মুখোমুখি হবে। সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলবে।