মহিলাদের দাবার স্পীড চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ভারতের দিব্যা দেশমুখ চীনের লেই তিংঝি কে ১০-৩ পয়েন্টে হারিয়ে তার সাফল্য অব্যাহত রেখেছে। এই অনলাইন খেলায় দিব্যা আটটি জয়, চারটি ড্র এবং একটি হারের মাধ্যমে তার আধিপত্য ধরে রেখে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। পরের ম্যাচে তিনি বিশ্বের ১ নম্বর হউ ইফান এর মুখোমুখি হবেন। উল্লেখ্য, দিব্যা সাম্প্রতিককালে কেনেরু হাম্পিকে হারিয়ে ফাইড উইম্যান্স ওয়ার্ল্ড কাপ জিতে নেন এবং ভারতের ৮৮ তম গ্র্যান্ডমাস্টারের স্বীকৃতি পান।
Site Admin | August 12, 2025 12:08 PM
মহিলাদের দাবার স্পীড চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ভারতের দিব্যা দেশমুখ, চীনের লেই তিংঝিকে হারিয়ে দিয়েছে
