January 27, 2025 9:47 AM

printer

মহিলাদের ডাবলসের ফাইনালে ডাবলসের খেতাব জিতেছেন দ্বিতীয় বাছাই আমেরিকার টেলর টাউনসেন্ড এবং চেক রিপাবলিকের ক্যাটেরিনা সিনিয়াকোভা জুটি।

মহিলাদের ডাবলসের ফাইনালে ডাবলসের খেতাব জিতেছেন দ্বিতীয় বাছাই আমেরিকার টেলর টাউনসেন্ড এবং চেক রিপাবলিকের ক্যাটেরিনা সিনিয়াকোভা জুটি। ফাইনালে তাঁরা তৃতীয় বাছাই লাটভিয়া-র জেলেনা অস্টাপেঙ্কো এবং তাইওয়ানের সিয়েহ সু-উই জুটিকে পরাজিত করেন। খেলার ফল- ৬-২/ ৬-৭/ ৬-৩।