October 11, 2025 11:58 AM

printer

মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে গতরাতে নিউজিল্যান্ড বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে দিয়েছে

আইসিসি মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে গতরাতে নিউজিল্যান্ড বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে দিয়েছে। এই প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের এটিই প্রথম জয়। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্দিষ্ট ৫০ ওভারে নিউজিল্যান্ড তোলে ৯ উইকেটে ২২৭ রান। ব্রুক হ্যালিডে ও অধিনায়ক স্যোফি ডিভাইন অর্ধশত রান করেছেন।। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ৩৯ দশমিক ৫ ওভারে ১২৭ রানে সকলে আউট হয়ে যায়। এই জয়ের ফলে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে এবং বাংলাদেশ ষষ্ঠ স্থানে থাকলো।

কলম্বোয় আজ ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। খেলা শুরু ভারতীয় সময় দুপুর তিনটেয়। পয়েন্ট তালিকায় ইংল্যান্ড দ্বিতীয় এবং শ্রীলঙ্কা সপ্তম স্থানে রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।