পুরুলিয়ার বলরামপুরে মহালয়ার ভোরে তর্পণ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। স্থানীয় বাঘাডি গ্রামের বছর ৩৭ এর অশোক মোদক এদিন পুকুরে স্নান করতে যান। পরে পুকুর পাড়ে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহালয়ার ভোরে হাওড়ার উলুবড়িয়া কালীবাড়ি ঘাটের কাছে হুগলি নদীতে তর্পণ করতে গিয়ে তলিয়ে গেছে এক নাবালিকা। তার খোঁজে ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি। যদিও এখনও নাবালিকার কোনও সন্ধান পাওয়া যায়নি বলে খবর।
তর্পনের জন্য গঙ্গার ঘাটে যাবার পথে হুগলীর চাতরা তেঁতুলতলা জিটি রোডে অটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম দুই। জানা গেছে বাইকের সঙ্গে সঙ্ঘর্ষের পর অটোটি উল্টে গেলে যাত্রীরা আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শঙ্করী মালিক নামে এক মহিলার মৃত্যু হয়। তাঁর বাড়ি চন্ডীতলা থানার বনকৃষ্ণপুরে। আহতদের চিকিৎসা চলছে।