January 20, 2026 11:28 AM

printer

মহারাষ্ট্র সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে রেকর্ড সাড়ে ১৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা স্বারকপত্রে স্বাক্ষর করেছে।

মহারাষ্ট্র সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে রেকর্ড সাড়ে ১৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা স্বারকপত্রে স্বাক্ষর করেছে। এই পরিমাণ ২০২৫ সালের ডাভস্ সম্মেলনে রাজ্যে সংগৃহীত মোট  বিনিয়োগের প্রায় সমান। যে ১৯-টি মৌ-স্বাক্ষরিত হয়েছে, তার উদ্দেশ্য হলো, বিভিন্ন ক্ষেত্রে ১৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকশিত মহারাষ্ট্র – ২০৪৭ এবং ৫ ট্রিলিয়ান ডলার অর্থনীতির উদ্দেশ্য পূরণে এই চুক্তি বিশেষ সহায়ক হবে।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, কোকোকলা, অ্যান্টোরা এনার্জি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কোম্পানীর সঙ্গে বৈঠকে সরবরাহ শৃঙ্খল আরও মজবুত করার জন্য এই চুক্তি চূ়ড়ান্ত করেন। পরবর্তী পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ানটাম কম্পিউটিং, ফিনটেক ও পরিবেশ বান্ধব শক্তি বা গ্রীণ এনার্জী নিয়ে আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে এই সম্মেলনে আলোচনা হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।