December 15, 2025 12:15 PM

printer

মহারাষ্ট্র সরকার গতকাল মুম্বাইতে রাজ্য-স্তরের ক্রীড়া উদ্যোগ ‘প্রজেক্ট মহাদেব’ এর উদ্বোধন করেছে

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার গতকাল মুম্বাইতে রাজ্য-স্তরের ক্রীড়া উদ্যোগ ‘প্রজেক্ট মহাদেব’ এর উদ্বোধন করেছে। মহারাষ্ট্র ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন (MITRA), ভিলেজ সোশ্যাল ট্রান্সফরমেশন ফাউন্ডেশন (VSTF), ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (WIFA), CIDCO এবং মহারাষ্ট্র সরকারের ক্রীড়া বিভাগের তত্ত্বাবধানে ‘প্রজেক্ট মহাদেব’ বাস্তবায়িত হবে বলে জানা গেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।