November 4, 2024 10:31 AM

printer

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে নাম প্রত্যাহারের শেষ দিন আজ।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে নাম প্রত্যাহারের শেষ দিন আজ। রাজ্যের ২৮৮ টি আসনে ৭ হাজার ৯৯৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এক পর্যায়ে আগামী বিশে নভেম্বর রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মূল প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছে মহাযুতি ও মহাবিকাশ আঘাড়ি জোট। ক্ষমতাসীন মহাযুক্তি জোটে রয়েছে বিজেপি, শিবসেনা ওবনফ এন সি পি এবং বিরোধী মহাবিকাশ আঘাড়ি জোটে রয়েছে কংগ্রেস, শিবসেনা (ইউ বি টি), এবং এন সি পি শারদ পাওয়ার গোষ্ঠী। তবে ছোট দল এবং নির্দল প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন।