November 18, 2024 7:46 AM

printer

মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারাভিযান আজ শেষ হচ্ছে।

মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এন ডি এ  এবং আই এন ডি আই জোটের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের সমর্থনে শেষ মুহূর্তের প্রচারাভিযানে ভোটারদের মন জয়ে সবরকম চেষ্টা চালাচ্ছেন।  

বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা গতকাল ঝাড়খন্ডের – গোমিয়াতে JMM –সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ঝাড়খন্ড গঠনে বিজেপির গুরুত্বপূর্ণ  ভূমিকা ছিল।

অপরদিকে, ঝাড়খন্ড মুক্তি মোর্চার বরিষ্ঠ নেতা এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ৬-টি জনসভায় অংশ নেন । আর জে ডি নেতা তেজস্বী যাদবও ধানবাদে একটি নির্বাচনী জন সমাবেশে ভাষণ দেন। শিবরাজ সিং চৌহান, হেমন্ত বিশ্বশর্মা এবং চম্পাই সোরেন সহ বিজেপি এবং এন ডি এ জোটের নেতৃবৃন্দ দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেন।

কেন্দ্রীয় মন্ত্রী ও বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ গতকাল নাগপুর, ওয়ার্ধা ও গড়চিরোলিতে জনসভায় ভাষণ দেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ী মুম্বাই, নাসিক এবং অহল্যানগরে জনসভা করেন। এন সি পি নেতা অজিত পাওয়ার পুণে, সাতারা এবং কোলহাপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, নাগপুরে এক জনসভায় বিজেপির সমালোচনা করে বলেন, এই দল মানুষের মধ্যে ভাগ করে শাসন করতে চায়।                    

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী গড়চিরোলীতে জনসভা এবং নাগপুরে রোড শো করেন। এন সি পি- শারদ গোষ্ঠীর প্রধান শরদ পাওয়ার পুণে এবং রায়গড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। শিবসেনার উদ্ধব গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরে পালঘর এবং সাতারায় জনসভা করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।