May 19, 2025 1:36 PM

printer

মহারাষ্ট্রে মুম্বাই – গোয়া জাতীয় সড়কে আজ এক পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রে মুম্বাই – গোয়া জাতীয় সড়কে আজ এক পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে,  গাড়িটি রত্নগিরির কাছে জাগবুদি নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি মুম্বাই থেকে দেবরুখ যাচ্ছিল।

চালক গুরুতর আহত।তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 পুলিশ, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।