August 28, 2025 10:03 PM

printer

মহারাষ্ট্রে মুম্বাই-এর ভিরারে একটি চারতলা বাড়ি ভেঙে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রে মুম্বাই-এর ভিরারে একটি চারতলা বাড়ি ভেঙে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অন্তত ৯ জন। নারানগী এলাকায় রামাবাই অ্যাপার্টমেন্টে গতরাতে এই দুর্ঘটনা ঘটে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF, পুলিশ ও দমকল ত্রাণ ও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। এপর্যন্ত ২৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও কেউ কেউ ধংসস্তুপের নীচে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা, ফলের মৃতের সংখ্যাও বাড়তে পারে। জেলা শাসক ইন্দুরানী জাখর দুর্ঘটনাস্হল পরিদর্শন করেছেন।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করে মৃতদের পরিবার পিছু ৫  লক্ষ টাকা করে আর্থিক সাহয্যদানের কথা ঘোষণা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।