মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 18, 2025 11:32 AM

printer

মহারাষ্ট্রের সেন্টাল নাগপুরে গতসন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়

মহারাষ্ট্রের সেন্টাল নাগপুরের মহল এলাকায় গতসন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। মূর্তি ভাঙা নিয়ে গুজবকে ছড়ানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে পাথর ছোড়াছুড়ি এবং বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে মহল এলাকার চিতনিস পার্কে টিয়ার গ্যাসের শেল ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে। সাইবার শাখা সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঐ এলাকায় চিরুনী তল্লাশি চালিয়ে এপর্যন্ত হিংসায় জড়িত ১৫জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জনগণকে এই গুজবে কান না দিতে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছেন। নাগপুরের পুলিশ কমিশনার ডক্টর রবীন্দর সিঙ্গাল আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মহল এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করেছেন। এর ফলে নাগপুর সিটি পুলিশের অধীন এলাকায় সবরকমের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ আধিকারিক এবং রাজ্য পুলিশের রিজার্ভ ফোর্সকে মোতায়েন করা হয়েছে।