December 22, 2025 12:51 PM

printer

মহারাষ্ট্রের পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-শিবসেনা এবং এন সি পি-র মহাযুতি জোট জয়লাভ করেছে

মহারাষ্ট্রের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি, শিবসেনা এবং এনসিপির মহাজোট জয়লাভ করেছে।  ২০৭টি সভাপতি পদ জিতেছে তাঁরা।  অন্যদিকে বিরোধী মহা বিকাশ আঘাদির ৪৪ টি আসনে জিতেছে। মহারাষ্ট্রের রাজ্য নির্বাচন কমিশনের মতে, বিজেপি ১১৭টি পৌরসভার সভাপতি পদ জিতেছে, শিবসেনা ৫৩টি এবং এনসিপি ৩৭টি পদে জিতেছে। কংগ্রেস ২৮টি, এনসিপি (এসপি) সাতটি এবং শিবসেনা (ইউবিটি) নয়টি আসনে জয়লাভ করেছে। পুরসভা ও পঞ্চায়েতের ২৮৬ টি আসনে নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্‌ বিজেপি সভাপতি জে পি নাড্ডা নিজেপির মহারাষ্ট্রবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, এই জয় নাগরিক উন্নয়নের ক্ষেত্রে নতুন দৃষ্টি ভঙ্গি নিয়ে আসবে।