মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 10, 2024 2:13 PM

printer

মহারাষ্ট্রের নান্দেদ, হিঙ্গোলি এবং প্রভানি জেলায় আজ সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ ভূ কম্পন অনুভূত হয়।

মহারাষ্ট্রের নান্দেদ, হিঙ্গোলি এবং প্রভানি জেলায় আজ সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ ভূ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৪ দশোমিক ৫ মাত্রার এই ভূমিকম্পের উতসস্থল ছিল হিঙ্গোলি জেলার কালামনুড়ি তালুকের রামেশ্বর তান্ডা গ্রামে। এখনো পর্যন্ত সেরকম ক্ষয়ক্ষতির খবর নেই।  জনগনকে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। তবে কম্পনের তীব্রতায় হিঙ্গোলির ঐতিহাসিক পেঠ বরগাঁও কেল্লার মিনার ভেঙে পরে। গত ২১ শে মার্চও এই অঞ্চলে ভূ কম্পন টের পাওয়া গিয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।