বিশ্ব জুড়ে মহামারী রোধে প্রস্তুতির ব্যবস্থাপনার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গুচ্ছ সংশোধনী আমেরিকা খারিজ করে দিয়েছে। কোভিড ১৯ অতিমারি মোকাবিলায় বিশ্ব জুড়ে বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে এই সংশোধনী গুলো আনা হয়। আমেরিকার Department of State and Department of Health and Human Services এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সরকারী ভাবে আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রন বিধির গতবছরে হওয়া সংশোধনী খারিজ করার কথা জানিয়েছে।
এই সংশোধনী বাতিলের ফলে আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি এবং অতিমারি বিষয়ক চুক্তি উভয় ক্ষেত্রেই ভবিষ্যতে WHO এর স্বাস্থ্য সংক্রান্ত সংকটে আরো বেশি সার্বভৌম, দেশ-ই প্রথম নীতির বিরুদ্ধে আমেরিকা তাদের কঠিন অবস্থানের কথা জানিয়েছে।