মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

January 31, 2025 9:33 AM

printer

মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার কারণ খুঁজতে উত্তরপ্রদেশ সরকার গঠিত বিচার বিভাগীয় কমিশন আজ প্রয়াগরাজের সঙ্গম ঘাটে যাবে।

মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার কারণ খুঁজতে উত্তরপ্রদেশ সরকার গঠিত বিচার বিভাগীয় কমিশন আজ প্রয়াগরাজের সঙ্গম ঘাটে যাবে। সামগ্রিক কারণ ও পরিস্থিতি তদন্ত করে এক মাসের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে বলে খবর। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেয়ার সুপারিশও করবেন তারা। তিন সদস্যের কমিশনের নেতৃত্বে রয়েছেন এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হর্ষ কুমার।
উত্তরপ্রদেশের মুখ্যসচিব মনোজ কুমার সিং এবং পুলিশের মহানির্দেশক প্রশান্ত কুমার গতকাল মহাকুম্ভের সঙ্গম ঘাটে যান। তারা কথা বলেন প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে। আসন্ন অমৃত স্নান যাতে ত্রুটিহীন হয়, সেই ব্যবস্থা রাখার  নির্দেশ দেওয়া হয়েছে।