রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাকাশ সফর শেষে পৃথিবীতে ফিরে আসায় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিওম মিশন ফোর-এর পাইলট হিসেবে গ্রুপ ক্যাপ্টেন শুক্লার ভূমিকা ভারতের মহাকাশ অনুসন্ধানের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতার জন্য নতুন এক মাইলফলক রচনা করেছে। এই মিশনের সঙ্গে জড়িত সকলকে তিনি অভিনন্দন জানিয়েছেন।
মহাকাশচারী শুভাংশু শুক্লার নিরাপদে প্রত্যাবর্তনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। শ্রী মোদী জানান , গ্রুপ ক্যাপ্টেন শুক্লাকে পৃথিবীতে ফিরে আসার জন্য গোটা দেশের সঙ্গে তিনিও স্বাগত জানাচ্ছেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকার মাধ্যমে শুক্লা তার আত্মত্যাগ, সাহস ও শৌর্যের মাধ্যমে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন। ভারতের মানব মহাকাশ মিশন গগনযানের বাস্তবায়নের দিকে এই অভিযান অন্যতম মাইল ফলক হয়ে থাকবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং, অ্যাক্সিয়ম ফোরের সফল অভিযান শেষে ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, মহাকাশ জগতে ভারত প্রকৃত অর্থে অন্যতম স্থান করে নিয়েছে।
সাংবাদিকদের মন্ত্রী বলেন, ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষন শক্তির সঙ্গে শরীরকে খাপ খাইয়ে নিতে আগামী এক সপ্তাহ এদের সকলেই কোয়ারান্টাইনে রাখা হবে। ভারতীয় হিসেবে শুক্লা যে কীর্তি স্থাপন করেছেন তা প্রশংসনীয়। আগামী ১৭ই আগষ্ট তিনি দেশে ফিরবেন বলেও জানান শ্রী সিং।
এদিকে, ছেলের সফর প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ শুভাংশুর পরিবার। পুত্রের সাফল্যে তিনি গর্বিত বলে শুভাংশুর মা জানিয়েছেন।