মহাকাশ প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, বেসরকারী সংস্থাগুলির জন্য মহাকাশ ক্ষেত্রের দরজা উন্মুক্ত করে দেওয়া গত ১১ বছরে এক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কারমূলক উদ্যোগ। নতুন দিল্লিতে আজ জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী সিং বলেন, সংস্কার, কার্য এবং রূপান্তর বা রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্মের মন্ত্রককে পাথেয় করে মহাকাশ ক্ষেত্র এগিয়ে চলেছে। অপারেশন সিন্দুরের সময় গোটা বিশ্ব ভারতের মহাকাশ ও প্রযুক্তির ক্ষেত্রের দক্ষতা প্রত্যক্ষ করেছে। চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে চন্দ্রযান তিনের সফল অবতরণ গোটা বিশ্বকে বুঝিয়েছে, ভারত এখন আর পিছিয়ে নেই। অনুষ্ঠানে উপস্থিত নভশ্চর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বলেন, মহাকাশ ক্ষেত্রে গবেষণা ও অনুসন্ধানের এটি হলো স্বর্ণযুগ।
অন্যদিকে, ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেন, ভারত ২০৩৫-এর মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরি করবে।
এদিকে, জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে গ্রুপ ক্যাপটেন শুভাংশু শুক্লা আজ নতুন দিল্লির নেহরু প্ল্যানেটোরিয়ামে আর্যভট্ট গ্যালারির উদ্বোধন করেন। সাংবাদিকদের তিনি বলেন, প্রযুক্তির এই যুগে দেশের যুব সম্প্রদায়কে নিজেদের স্বপ্ন ও আকাঙ্খা পূরণে সবরকমভাবে কাজ করতে হবে।