মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 12, 2024 1:13 PM

printer

মহড়া পিচ ব্ল্যাকে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারতীয় বায়ুসেনার দল।

দ্বিবার্ষিক বহু জাতীয়মহড়া Pitch Black অংশ নিতে Indian Air Force একটি দল অস্ট্রেলিয়াতে রয়েল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স বিমান ঘাঁটি ডারউইনে গিয়ে পৌঁছেছে। রাতে উড়ান চালানোর ওপর গুরুত্ব দেওয়ার এই মহড়া চলবে আজ থেকে ২রা আগস্ট পর্যন্ত। ৪৩ বছরের ইতিহাসে সর্ববৃহৎ এই মহড়ায় কুড়িটি দেশের ১৪০টির বেশি যুদ্ধ বিমান এবং বিভিন্ন বিমানবাহিনীর চার হাজার চার শোজন সামরিক কর্মী অংশ নিচ্ছেন। ভারতীয় বিমানবাহিনীর দলটিতে পাইলট ইঞ্জিনিয়ার কারিগরি কর্মী এবং বিশেষজ্ঞ সহ দেড়শোর বেশি দক্ষ বায়ু সেনা সদস্য রয়েছেন। তারা এস ইউ থার্টি এমকেআই বহুমুখী ফাইটার ,C17 গ্লোব মাস্টার চালানো এবং যুদ্ধ কালীন অবস্থায় আকাশে ই বিমান থেকে বিমানে জ্বালানিভরার মত কসরত এই মহরায় করে দেখাবে।আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে বড় মাপের বাহিনী মোতায়েনের উপর এই মহড়ায় গুরুত্ব দেয়া হবে এবং এটি বিভিন্ন ধরনের যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।