মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 13, 2024 9:38 PM

printer

মরসুমের প্রথম ডার্বি জিতলো ইস্টবেঙ্গল।

মরসুমের প্রথম ডার্বি জিতলো ইস্টবেঙ্গল।যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ প্রিমিয়ার ডিভিশন লীগের ম্যাচে ইস্টবেঙ্গল২-১ গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। বিরতিতে খেলা গোলশূন্য ছিল।ইস্টবেঙ্গলের পক্ষে পি ভি বিষ্ণু ও জেসিন টি কে গোল করেছেন। মোহনবাগানের পক্ষে সুহেল ভাট গোল করেছেন। ইস্টবেঙ্গল টানা তৃতীয় ম্যাচ জিতলো।
অন্যদিকে প্রথম দুটি ম্যাচে ড্র করার পর মোহনবাগান পরাজিত হলো। উল্লেখ্য, এবার কলকাতা ফুটবল লিগের ডার্বির ১০০ বছর। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।