January 8, 2026 9:50 PM

printer

মমতা ব্যানার্জির সরকারের শাসনকালে দুর্নীতি, হিংসা,তোষণ এবং অপশাসন পশ্চিমবঙ্গ কে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে।

মমতা ব্যানার্জির সরকারের শাসনকালে দুর্নীতি, হিংসা,তোষণ এবং অপশাসন পশ্চিমবঙ্গ কে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ সামাজিক মাধ্যমে  বলেন,এই রাজ্য অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত এবং বাংলা যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেক বিজেপি কর্মী পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করছে।

উল্লেখ্য,আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে শ্রী নাড্ডা আজ কলকাতায় দলের জেলা সভাপতি,আহ্বায়ক এবং প্রবাসী নেতাদের সঙ্গে এক সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করেন।

এছাড়া চিকিৎসকদের সঙ্গেও একটি বৈঠকের কর্মসূচী  রয়েছে তাঁর। 

আগামীকাল সকালে নিউটাউনের চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শনে যাবেন তিনি। তারপর কল্যাণী এমস হাসপাতালে কয়েকটি নতুন বিভাগের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।