মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 30, 2025 9:56 AM

printer

মন্ডপে মন্ডপে মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পুজো শুরু হয়েছে। 

মন্ডপে মন্ডপে মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পুজো শুরু হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী দুর্গা, মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। আজ অষ্টমীর পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করা হবে। অষ্টমী তিথি আজ বেলায় শেষ হবে। তার চব্বিশ মিনিট আগে থেকে শুরু হবে সন্ধি পুজা। অষ্টমীর  আরেকটি আকর্ষণ কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করছেন ভক্তরা।  

এদিকে গতকাল পশ্চিমবঙ্গ , ত্রিপুরা, আসাম, আন্দামান সহ ভারতের নানা জায়গায় দুর্গা পূজায় মেতে উঠেছেন বহু মানুষ। মন্ডপে মন্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।

কোনো কোনো মণ্ডপে  আজ বীরাষ্টমী উদযাপন করা হচ্ছে। 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  দুর্গাপূজা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষ্যে এক বার্তায় তিনি বলেন দুর্গাপূজার পবিত্র উৎসব আমাদের সংস্কৃতি, বিশ্বাস এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। মা দুর্গার নয়টি রূপে উপাসনা কেবল আধ্যাত্মিক শুদ্ধির পথই নয় বরং সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার জন্য আমাদের অনুপ্রাণিত করে। এই উৎসব সাম্য, সহনশীলতা এবং ভালোবাসার চেতনাকে উৎসাহিত করে।