মধ্য ফিলিপিন্সের সিবু প্রদেশে তীব্র ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা পর্ষদ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২৯৪ জন আহত হয়েছেন। বোগো শহরে সবচেয়ে বেশি ৩০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ন পরিকাঠামো ও বাড়িঘর।
উল্লেখ্য, গত মঙ্গলবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিবু প্রদেশ।