October 1, 2025 9:09 AM

printer

মধ্য ফিলিপিন্সে গতরাতে প্রবল ভূমিকম্পে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন।

মধ্য ফিলিপিন্সে গতরাতে প্রবল ভূমিকম্পে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। রিখটার স্কেলে ৬.৯ মাত্রার এই ভূমিকম্পে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রাত দশটা নাগাদ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল, সেবু প্রদেশের বোগো শহরের ১৭ কিলোমিটার উত্তর পূর্বে ছিল বলে সে দেশের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক রেক্স ইয়ে জানিয়েছেন। ফিলিপিনস রেড ক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানিয়েছেন,নিহতদের মধ্যে রয়েছেন, সেদেশের উপকূল রক্ষীবাহিনীর তিনজন এবং দমকল বাহিনীর একজন কর্মী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।