মধ্য গাজায় ইজরায়েলের জোড়া এয়ারস্ট্রাইকে শিশু-সহ কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। গাজা শহরের ফাহমি আল-জারগাওয়াই স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে কয়েকশো মানুষ আশ্রয় নিয়েছিলেন।
অন্য দিকে, ইয়েমেনের হুথি দাবি করেছে, ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলা চালানো হয়েছে।
ইজরায়েলের উপর নিষেধাজ্ঞা চাপানোর কথা বিবেচনা করতে আন্তর্জাতিক মহলের কাছে আর্জি জানিয়েছে স্পেন।