মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় এক খনি ধসে ২০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। নর্থ কিভু প্রদেশের মাসিসি এলাকায় অবস্থিত ওই খনি থেকে গতকালই ১৯ টি মৃত দেহ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত প্রায় ১০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, এই খনি থেকে কলটান নামে একপ্রকার খনিজ দ্রব্য উত্তোলন করা হয়। যা মোবাইল ফোন , কম্পিউটার চিপস , এবং অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী তৈরিতেই তৈরিতে ব্যবহৃত হয়।