January 5, 2026 11:25 AM

printer

মধ্য অসমে আজ সকালে ভূকম্পন অনুভূত হয়

মধ্য অসমে আজ সকালে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। অসমের মরিগাঁও জেলায় ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। অসমের পাশাপাশি ভুটান, নেপাল ও বাংলাদেশেও এদিন এই কম্পন অনুভূত হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।