মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান দ্বন্দ্ব আরো তীব্র হয়ে ওঠায়, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, কানাডায় G-7 শিখর সম্মেলন ছেড়ে ওয়াশিংটন ফিরে গেছেন। পশ্চিম এশিয়া নিয়ে G-7 গোষ্ঠীর নেতার স্নায়ুর চাপ কমানোর ব্যাপারে যৌথ বিবৃতি দেওয়ার পরেই রাষ্ট্রপতি সম্মেলন ছেড়ে বেরিয়ে আসেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ট্রাম্প G-7 গোষ্ঠীভুক্ত নেতাদের বলেছেন যে, ইজরায়েল-ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলেছে।
ডোনাল্ড ট্রাম্পের ফিরে যাওয়ার ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালী, জাপান এবং ব্রিটেন, ইজরায়েল-ইরান দ্বন্দ্ব সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষকেই সংযত আচরণ করার পরামর্শ দেয়।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র সেদেশে বসবাসকারী নাগরিকদের তেহেরান ছেড়ে চলে আসার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।