মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জি- সেভেন গোষ্ঠীভুক্ত নেতারা সর্বসম্মত ভাবে ইরান এবং ইজরায়েলকে সংযত হবার পরামর্শ দিয়েছেন। জি-সেভেন গোষ্ঠীর নেতারা মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিরতা বজায় রাখার প্রতিশ্রুতির কথা আবারও দুটি দেশকে স্মরণ করিয়ে দেন। গোষ্ঠীর নেতারা বলেন,ইজরায়েলেরও নিজের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষার অধিকার রয়েছে। যৌথ বিবৃতিতে জি সেভেন গোষ্ঠীর দেশগুলি সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার বিষয়টির উপর বাড়তে গুরুত্ব দেন। ওই অঞ্চলে অস্থিরতা এবং জঙ্গিদের মদত দেওয়ার ক্ষেত্রে ইরানকেই চিহ্নিত করে গোষ্ঠীর নেতারা। তারা বলেন, ইরানের পরমাণু অস্ত্রে স্বনির্ভর হওয়া কোনভাবেই সমর্থন করা যায় না।
গাজা ভূখণ্ডে যুদ্ধ বিরতির পাশাপাশি ইজরায়েল-ইরান দ্বন্দ্ব মিটে যাবে বলে জি সেভেন গোষ্ঠীর নেতারা আশা প্রকাশ করেন।