মধ্যপ্রদেশে খান্ডোয়া জেলার জামলি গ্রামে দুর্গাপ্রতিমা নিরঞ্জনের পর গ্রামবাসীদের নিয়ে ফেরার সময় গতকাল বিকেলে একটি ট্রাক্টর ট্রলি আবনা নদীতে পড়ে গেলে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। ট্রলিটি একটি অস্থায়ী সেতু পেরোবার সময় সেটি আচমকা ভেঙে গেলে এই দুর্ঘটনা ঘটে। গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং আহতদের উপযুক্ত চিকিৎসা পরিসেবা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার এসডিআরএফ এবং চিকিৎসা কর্মীদের ত্রাণ ও উদ্ধারকাজে সাহায্য করার জন্য পাঠিয়েছে।