মধ্যপ্রদেশের মন্দসৌরে নারায়ণগড় অঞ্চলে সড়ক দুর্ঘটনায় গতকাল কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। তীর্থযাত্রী বোঝাই একটি ভ্যান কাচারিয়া চৌপথি অঞ্চলে একটি বাইককে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। তার জেরে এই দুর্ঘটনা। চার জন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনার খবরে গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানান। নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।