মধ্যপ্রদেশের ইন্দোরে ভগীরথপুরা এলাকায় দূষিত জল পান ক’রে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জনেরও বেশি অসুস্থ ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বমি এবং ডায়রিয়ার উপসর্গ রয়েছে বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ ক’রে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা অর্থ সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অসুস্থদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশে, এক দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইঞ্জিনিয়ারকে চাকরি থেকে বরখাস্ত এবং একজন জোনাল অফিসার ও সহকারী ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। জেলা প্রশাসন এবং রাজ্যের স্বাস্থ্য দফতর পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে।