মণিপুরের বিষ্ণুপুর জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের একটি দল গতসন্ধ্যায় আধাসামরিক বাহিনীর একটি গাড়িতে হামলা চালালে একজন নায়েব-সুবেদার সহ আসাম রাইফেলস এর দুই সদস্য নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বিষ্ণুপুর জেলার নাম্বোল সাবাল লেইকাই এলাকায় ইম্ফল-দিমাপুর জাতীয় মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, আসাম রাইফেলসের ৩৩ জন সেনার একটি দল পাতসোই কোম্পানি অপারেটিং বেস থেকে নাম্বোল কোম্পানি অপারেটিং বেসে যাওয়ার সময় আকস্মিক এই হামলা চালায় দুষ্কৃতিরা। আহত ৫ জওয়ান ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এ চিকিৎসাধীন। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আসাম রাইফেলসের মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা এই মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এদিকে, গত ২৪ ঘন্টায় ইম্ফল উপত্যকার তিনটি জেলা থেকে নিরাপত্তা বাহিনী, বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছয় জঙ্গিকে গ্রেপ্তার করেছে।
Site Admin | September 20, 2025 7:32 AM
মণিপুরের বিষ্ণুপুর জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের একটি দল গতসন্ধ্যায় আধাসামরিক বাহিনীর একটি গাড়িতে হামলা চালালে একজন নায়েব-সুবেদার সহ আসাম রাইফেলস এর দুই সদস্য নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
