মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তৃত পর্যালোচনা করবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র – মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি মুর্মু সফররত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করবেন।
আগেই জানানো হয়েছে, মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা চার দিনের ভারত সফরে গতকাল নতুন দিল্লিতে পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলিধর মোহন। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতির সাথে সে-দেশের বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ, বরিষ্ঠ আধিকারিক, ব্যবসায়ী এবং সংস্কৃতি সমাজের ব্যক্তিদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতি উখনার সফরসঙ্গী হয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে এটি তাঁর প্রথম ভারত সফর।