মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলুখ উখনা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে আগামীকাল থেকে চার দিনের সরকারি সফরে ভারতে আসছেন। রাষ্ট্রপতি হিসেবে এটি তাঁর প্রথম ভারত সফর। বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ, ঊর্ধ্বতন আধিকারিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক প্রতিনিধি সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল তাঁর সফরসঙ্গী হবেন।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতি মুর্মু, প্রেসিডেন্ট উখনার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন। উখনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত-মঙ্গোলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের পরিসরগুলি বিস্তৃতভাবে পর্যালোচনা করবেন। সফরকালে তিনি, উপ-রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে মনে করা হচ্ছে। আলোচনায় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি, কৌশলগত অংশিদারিত্ব, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রক জানিয়েছে।