মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 18, 2025 8:50 AM

printer

মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী জানদানশাতার গম্বোজাভ আস্থা ভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করেছেন

মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী জানদানশাতার গম্বোজাভ আস্থা ভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করেছেন। সে-দেশের আইনপ্রণেতারা তাঁর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও অপশাসনের অভিযোগ তুলে গতকাল তাঁর অপসারণের পক্ষে ভোট দেন। দায়িত্ব গ্রহণের মাত্র চার মাস পর তাঁর পদত্যাগ ঘিরে সে-দেশে নতুন ক’রে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে।

মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলুখ উখনা পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করবেন বলে মনে করা হচ্ছে।

এর আগে, মঙ্গোলিয়ার আইনসভার অধ্যক্ষ অমরবায়াসগালান দাশজেগভেও তাঁর বিরুদ্ধে ওঠা তদন্তের অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করেছিলেন।