মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 4, 2025 10:03 PM

printer

মঙ্গলকোট বিধানসভার ২৭৬ নং বুথে পাঁচ জন ভুয়ো ভোটারের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার ২৭৬ নং বুথে পাঁচ জন ভুয়ো ভোটারের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের ঐ বুথে চার মহিলা সহ পাঁচ জনের নাম  ভোটার লিষ্টে রয়েছে।  বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি।
  তাঁদের দাবী মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের ঐ বুথে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাসের অস্তিত্ব নেই । ভোটার তালিকায় নাম থাকা   চার মহিলাসহ  পাঁচজনকে কেউ  চেনে না। তাঁদের তালিকা থেকে নাম  বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবে বিজেপি। দলের মঙ্গলকোটের এক নম্বর মন্ডলের  সভাপতি দেবজিত দে অভিযোগ করেছেন, শাসক দলের মদতে এই ধরনের বেআইনি কাজ হয়েছে। 
 এদিকে তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সংখ্যালঘু ভোটারদের তালিকা থেকে বাদ দিতে বারবার সাত নম্বর ফর্মে আবেদন করেও   কোনো লাভ হয়নি। তাঁদের পাল্টা দাবী তৃণমূলের বদনাম করার জন্য  নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই নাম তুলেছে।