January 3, 2026 11:31 AM

printer

ভোপালে ৬৮তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে হরিয়ানার আমিরা আরশাদ – মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন

ভোপালে ৬৮তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে হরিয়ানার আমিরা আরশাদ – মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন ।ফাইনালে তিনি রেলওয়ের অনিল কুমার স্যাসেটি -কে হারিয়ে দেন । ব্রোঞ্জ পদক পেয়েছেন ছত্তিশগড়ের প্রাঞ্জু শ্রী সোমানি।

এদিকে নতুন দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে উত্তরপ্রদেশের জুহেইর খান পুরুষদের বিভাগে সোনা জিতে নিয়েছেন। রুপো পেয়েছেন উত্তরাখণ্ডের শপথ ভরদ্বাজ এবং অলিম্পিয়ান কিনান চেনাই ব্রোঞ্জ পদক পেয়েছেন।

দলগতভাবে উত্তর প্রদেশ পুরুষদের খেতাব নিতে নিয়েছে, তাদের পরেই পঞ্জাব এবং উত্তরাখণ্ডের স্থান।

জুনিয়ার বিভাগে কর্নাটকের তিলোত্তমা সেন মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল জুনিয়র ও যুব ফাইনালে দুটি স্বর্ণপদক পেয়েছেন।

দলগতভাবে হরিয়ানার মহিলা দল এবং জুনিয়র মহিলা দল শীর্ষে রয়েছে। অন্যদিকে কর্ণাটক যুব মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।